বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে শ্রীনগরে ছাত্রদলের ডাকা মশাল মিছিল পন্ড হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীনগর দোহার আন্তঃ সড়কের দামলা এলাকায় শ্রীনগর সরকারী কলেজ ছাত্রদলের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রায় কয়েক’শ ছাত্রদল নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে দামলা মহাসড়কের পাশে জড়ো হতে থাকলে পুলিশের উপস্থিতিতে নেতাকর্মীরা সটকে যান।
আন্তঃসড়কসহ আশ পাশ এলাকায় পুলিশ অবস্থান নিলে তারা কয়েক দফায় মাঠে নামার ব্যর্থ চেস্টা চালালেও বৃষ্টির কারনে তা আর সম্ভব হয়নি। উল্ল্যেখ যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর করা কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিলের আয়োজন করেন উপজেলা ও কলেজ শাখা ছাত্রদল। সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন টিপুর নেতৃত্বে কয়েক শ ছাত্র দল নেতা কর্মী নিজেদের তৈরী করা জার্সি গায়ে বিক্ষোভ মিছিলে জড়ো হন। এ সময় আরও উপস্হিত ছিলেন,শ্রীনগর সরকারী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহবায়ক,ফাহিম আহমেদ,থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক,সাইফুল ইসলাম শিমুল,রাঢ়িখাল ইউনিয়ন ছাত্রদল সভাপতি,আরিয়ান সাজ্জাদ ,কোলাপাড়া ইউনিয়ন প্রস্তাবিত ছাত্রদলের আহবায়ক,সিফাত হোসেন জয়,সদস্য সচিব,আকাশ হোসেন।ভাগ্যকুল ইউনিয়ন ছাত্রদল নেতা,পলাশ,সাব্বির ও নাহিদ। তন্তর ইউনিয়ন ছাত্রদলের সহ -সভাপতি,রাকিবুল ইসলাম নিশাত ও নয়ন ঢালী,সাংগঠনিক সম্পাদক,আলামিন,সহ-সাধারণ সম্পাদক,কায়েস। শ্যামসিদ্ধি ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক,মোঃ সৌরভসহ অসংখ্য নেতা কর্মী।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হতে থাকলে পুলিশের তৎপরতা মিছিলটি তাৎক্ষনিক পন্ড হয়।