নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নে বয়স্কভাতার সুবিধাভোগীদের নিকট হতে সিম ক্লোজ করে নিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে । এ বিষয়ে ( ১৭ জুলাই) রবিবার সকালে নড়াইলে সাংবাদিক সম্মেলন হয়েছে । সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন কলোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহারিয়ার আলম মুক্ত ও সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস। এসময় বয়স্ক ভাতার উপকার ভোগীরা উপস্থিত ছিলেন । ইউনিয়নের আগদিয়ারচর গ্রামের একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার বয়স্কভাতার কার্ডের টাকা মোবাইলের মাধ্যমে প্রদান করছে। আমাদের নিকট হতে সিম নিয়ে ওই টাকা উত্তোলন করে নিয়েছে চেয়রাম্যানের এজেন্ট রা। প্রতিটি ওয়ার্ডে এজেন্ট নিয়োগ দিয়ে সিম নিয়ে নেওয়া হয়েছে। ওই সিম হতে টাকা তুলে পুনরায় মোবাইল সিম ফেরত দিয়েছে। আগদিয়ার চর গ্রামের হিরামতি মালাকারের নিকট হতে সিম নিয়ে টাকা উত্তোলন করে সিম ফেরত দিয়েছে বলে জানিয়েছেন তার ছেলে সম্জয়। অপর দিকে প্রভাষ বিশ্বাস বলেন, আমার নিকট হতে অফিসে সিম চেয়েছে এই অযুহাতে সিম নিয়ে টাকা নিয়ে নিয়েছে৷ একই গ্রামের জোৎস্না সমার্দার বলেন,সিম ক্লোজ করে আমার নিকট হতে পাওয়া টাকা তুলে নিয়েছে । আমি এর বিচার দাবি করি। গৌর গাইন,, অরবিন্দু সমার্দার সহ
একাধিক ব্যক্তি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে এহেন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। সেই সাথে তাদের টাকা পাওয়ার সুব্যবস্থার জোর দাবি জানান, কলোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহারিয়ার আলম মুক্ত বলেন, প্রতিনিয়ত আমার কাছে এ সব অসহায় লোক ছুটে আসছে। আমি এই অনিয়ম দূর্নীতি সেচ্ছাচারিতার সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানাই। সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস বলেন,জেলার কোন ইউনিয়নে এ রকম ন্যাক্কার জনক ঘটনা ঘটেনি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।
এ বিষয়ে কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস বলেন
, এ ধরনের কোন ঘটনা আমার জানা নেই।এমন অভিযোগ নিয়ে কেউ আসেনি আমার কাছে।
নড়াইল সদর উপজেলা সমাজ সেবা অফিসার উত্তম সরকার বলেন। এ ধরনের কোন অভিযোগ আমার কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।