রাজশাহীতে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা করেছে। শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় পবা উপজেলার নামনশিকার উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ীতে তাকে হত্যা করা হয়।
নিহতের নাম, গেরেজান বেগম (৭৫)।
তিনি বামনশিকড় উত্তরপাড়া মৃত ইয়াকুব আলীর স্ত্রী।
এ বিষয়ে মতিহার থানার ইনচাজ (ওসি) আনোয়ার আলী তুহিন জানান, বৃদ্ধা গোরেজানকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার লাঁশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও হত্যার কারণ জানা যায়নি। কাউকে আটকও করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এছাড়া ময়নাতদন্ত শেষে নিহতের লাঁশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।