রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে অতি; পুলিশ পরিদর্শক (নি:) মোঃ আশিক ইকবালের নেতৃত্বে এসআই /(নি:) মোঃ আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন সময়ে ইং ১৩/০৬/২০২২ তারিখ রাত্রি ০৪.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানাধীন সাতবাড়িয়া সাকীনস্থ দেওয়ানিয়া হাফেজিয়া মাদ্রাসার পূর্ব দিকে ফাঁকা জায়গার উপর হতে ১।মোঃ কালু(২৪), সাং সাথবাড়িয়া থানা মতিহার মহানগর রাজশাহীকে ধৃত করতে পারলেও অপর মাদক ব্যাবসায়ী ২।মিলন(৩৪), সাং ডাশমারি মহানগর রাজশাহী কৌশলে পালিয়ে যায়।ধৃত ব্যাক্তির মাথায় থাকা প্লাস্টিকের মুখ খুলে তল্লাশী করে মোট ৭০(সত্তর) বোতল ভারতীয় মাদক ফেন্সিডিল ওজন ৭,০০০/(সাত হাজার) এম এল বা ০৭(সাত) লিটার উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে ও পলাতক আসামী মিলন মিলে দীর্ঘদিন যাবত উক্ত মাদক দ্রব্য ফেনসিডিলের ব্যাবসা করে আসছে। উদ্ধারকৃত ফেনসিডিলের মুল্য ৭০,০০০/- টাকা ।এ সংক্রান্ত মতিহার থানায় একটি মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান উপ পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল, গোয়েন্দা শাখা আরএমপি,রাজশাহী