রাজশাহী জেলার বাগমারায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ১ আসামীসহ মাদক মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে মাদকসহ উপজেলার ভবানীগঞ্জ তিলিপাড়া মহল্লার বাবুল শেখের ছেলে সেন্টু শেখ, গোবিন্দপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে লুৎফর রহমান এবং তাহেরপুর তিলিপাড়া মহল্লার নিরেন হালদারের ছেলে রিপন হালদার। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে পরোয়ানাভুক্ত আসামী নরসিংহপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে পিন্টু আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।