রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার জনাব মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে অতি; উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি:)/জনাব মোঃ আব্দুস ছালাম এবং সঙ্গিয় এসআই /(নি:) মোঃ শামীমুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ ইং ২২/০৬/২০২২ তারিখ রাত্রি ০০.৫৫ ঘটিকায় মহানগর এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানাধীন বসুয়া উত্তর পাড়া সাকিনস্থ জনৈক মুক্তার এর নির্মাণাধীন বসতবাড়ির নিচ তলায় উত্তর দুয়ারী ঘরের ভিতর হতে ০৮(আট)জন জুয়াড়িকে তিন সেট খোলা তাস ও ১১,৫০০/- (এগার হাজার পাঁচ শত) টাকা সহ আটক করা হয়।আটককৃতরা হলো ১। মুক্তার(৩২), সাং তেরখাদিয় উত্তর পাড়া ২।মমতাজুর(৩০) ,সাং বসুযা,৩।আফজাল হোসেন ওরফে ডালিম (৩৩), সাং তের খাদিয়া উত্তরপাড়া ৪। রেজাউল হক (৩২),সাং সিলিন্ডা, সর্ব থানা রাজপাড়া,৫।আজাহার হোসেন আজু(৫০),সাং শিকারপুর থানা+জেলা নওগাঁ,বর্তমান সাং বসুয়া উত্তরপাড়া, জনৈক মুক্তারের বাড়ীর ভাড়াটিয়া,থানা রাজপাড়া,৬।ময়নুল ইসলাম (৩৫),সাং শিকারপুর,থানা +জেলা নওগাঁ,বর্তমান সাং তের খাদিযা বসুয়া জামে মসজিদের সামনে, জনৈকা রিনা বেগমের বাড়ীর ভাড়াটিয়া,থানা রাজপাড়া, ৭।আলতাব হোসেন (৪৮), সাং কাঠাল বাড়িয়া থানা নিয়ামত পুর,জেলা নওগাঁ, বর্তমান সাং জনৈক আজিবার এর বাড়ীর ভাড়াটিয়া, ৮। আসলাম (২৪),সাং কুমার পুর থানা বাগমারা, জেলা রাজশাহী,বর্তমান সাং উপ শহর(ভাটপাড়া সিদ্দিকের বাড়ীর রিক্সা চালক),থানা রাজপাড়া,সর্ব মহানগর,রাজশাহী।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এ সংক্রান্ত রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান উপ পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল, গোয়েন্দা শাখা আরএমপি,রাজশাহী