সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশ সিলেট থেকে আসামী আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ জুন) দক্ষিণ সুরমার উপজেলা চন্ডিপুল এলাকা থেকে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আব্দুল হামিদের দুই ছেলে আওলাদ মিয়া (৫০), আনেয়ার মিয়া (৪৫)।
উল্লেখ্য, গত ২২ জুন বুধবার সকাল ১১টায় পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পতিভাবে একই গ্রামের মকছু মিয়া বড় ছেলে জুনেদ মিয়াকে হত্যার চেষ্টায় দেশিও অস্ত্র শস্ত্র নিয়ে তার বাড়িতে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় মোঃ মকছু মিয়া বাদি হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন আওলাদ মিয়া (৫০), সাবেন মিয়া ওরফে আলী হুসেন (৪০), আনোয়ার মিয়া (৪৫)। জগন্নাথপুর থানার মামলা নং ১০ তারিখ ২২/০৬/২০২২ইং। আর এক আসামী সাবেন মিয়া ওরফে আলী হুসেন পলাতক রয়েছেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম।
এ জাতীয় আরো খবর ....