বৃহস্পিতবার ( ২৩ জুন) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজারে পদ্মা সেতুর উদ্বোধন ও বন্যা পরিস্থিতি সংক্রান্ত প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি তুলে ধরেন।
প্রেস কনফারেন্সে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।