সোমবার ২০ জুন রাত সাড়ে ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইলাশপুর এলাকার অরুনী করাত কল (স-মিল) এর সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ শিপাউর রহমান শিপন(৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত শিপাউর রহমান শিপন কুলাউড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের আবুল কালাম আজাদ ওরফে লিল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে ।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল রাজনগর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।