সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের লংকাপাথারিয়া গ্রামে পানিতে ডুবে ফসর বানু নামের (৪০) মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। ফসর বানু ফসর বানু গত শনিবার সকাল ৯টার দিকে বাড়ির সামনে বন্যার পানিতে গোসল করতে গেলে পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয়। পরে তাকে খোঁজাখোঁজি করে আর পাওয়া যায়নি। রোববার দুপুর সাড়ে বারটার দিকে পার্শ্ববর্তী নোয়াবন্দ গ্রামের পাশে তার মরদেহ ভেসে উঠে। সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নয়ন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।