রাজশাহীর গোদাগাড়ী উপজেলার (১৭ জুন) শুক্রবার সন্ধ্যায় র্যাব-৫ এর একটি অপারেশন দল অভিযান পরিচলনা করে ৭০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলো মোঃ শাহীন আলম বেলাল (৩১) সে গোদাগাড়ী উপজেলার কুড়োলবাড়িয়া গ্রামের হাসিবুল ইসলামের ছেলে।
এক সূত্রে জানা যায়, ,গোদাগাড়ী থানাধীন আদারপাড়া টু কুড়োলবাড়িয়াগামী কাঁচা রাস্তার উপর ১জন মাদক ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এক মাদক ব্যাবসায়ী উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ঘটনাস্থলে পৌঁছামাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করে এসময় কোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। গোদাগাড়ী থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণী ৮ (গ) ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।