যশোরের ঝিকরগাছায় মিথ্যা মামলা ও হয়রানির শিকার হচ্ছে অসহায় মুক্তিযোদ্ধা পরিবার। ঝিকরাগাছা উপজেলার কামারপাড়া গ্রামের বাসিন্দা মজুয়ারা বেগম, স্বামী বীরমুক্তিযোদ্ধা মৃত আবুল হোসেন। মজুয়ারা বেগম জানান বিগত ১৮ বছর আগে আমার স্বামী মৃত্যু বরন করিয়েছেন, আমার স্বামীর মৃত্যুর পর আমার স্বামীর বড় ভাই মোঃ মকবুল হোসেন আমার স্বামীর পৌএিক সম্পতি দেখাশোনা করতেন। এখন আমার স্বামীর ওয়ারেশ সুএে অর্থৎ আমার সামীর ওয়ারেশ গন হিসেবে আমার সন্তান দের বুঝিয়ে দেওয়া উচিত। এই প্রস্তাব জানালে মোঃ মকবুল হোসেন নানা রকম তালবাহানা করেন, এরই জের ধরিয়া গত ১০/০৬/২০২২ তারিখে শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় আমার ছেলে সোহেল, মেয়ে পারভিন মমতাজ, মিতা, কে মকবুলের ছেলে রখি,মহিদুল,হাফি, শহিদ,পারভেজ,ডেকে নিয়ে যাই পতিবেশী বড় বাবুর বাড়িতে এবং সেখানে তারা মারধর করে আমার ছেলে মেয়েদের। মজুয়া বেগম আরো জানান পারভেজ আমাকে এবং আমার ছেলে মেয়েদের কে মেহগুনি ডাল, ইট এবং ধারালো কাসি দিয়ে আঘাত করেছে এবং হত্যার হুমকি দিয়েছে।এবং মকবুল এবং তারা সন্তানেরা মজুয়ারা বেগমের ছেলেদের নামে ঝিকরগাছা থানায় মিথ্যা মামলা দায়ের করেছে এবং বিভিন্ন ভাবে হয়রানি করাচ্ছে এবং মাদক অস্র দিয়ে ফাঁসানোর হুমকি দিচ্ছে এবং চেষ্টা চালাচ্ছে। মজুয়ারা বেগম জানান এখন আমি ও আমার ছেলে মেয়েরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। বিষয়টি প্রশাসনের নিকট আবেদন জানাচ্ছি যে মিথ্যা মামলা ও মুক্তিযোদ্ধা পরিবার কে এই ভাবে হয়রানি করাতে তিব্র নিন্ধা ও প্রতিবাদ জানাচ্ছি।