মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২ টা ৫৫ মিনিটের সময় তাদেরকে শহরতলীর বিটিআরআই এলাকার ফিনলে চা কোম্পানির রাবার বাগান হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার করিমপুর এলাকার মনু মিয়ার ছেলে ডাকাত মুন্না মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকার তায়েব মিয়ার ছেলে শাহিন মিয়া ওরফে দানা মিয়া (৪০)কে গ্রেফতার করে পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায় বলে বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদুল হক মুন্সী।
প্রেস ব্রিফিংয়ে এসময় আরও উপস্থিত ছিলেন,শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার ও ওসি তদন্ত হুমায়ুন কবিরসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
এ জাতীয় আরো খবর ....