সুনামগঞ্জের ধর্মপাশা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুরে কয়েকজন পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করে এ ব্যাপারে কথা বলেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। বৃহস্পতিবার কলেজের একজন শিক্ষক কলেজের প্যাডে অধ্যক্ষ স্বাক্ষরিত এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি সংক্রান্ত একটি নোটিশ (নং-২৩৫) প্রকাশ করেন। সাথে সাথেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়।
ওই নোটিশে মানবিক শাখার পরীক্ষার্থীদের ২ হাজার ৮১৫ টাকা ও একই শাখার উপবৃত্তি প্রাপ্ত পরীক্ষার্থীদের ২ হাজার ৫১৫ টাকা, ব্যবসা শিক্ষা শাখায় ২ হাজার ৮১৫ টাকা ও একই শাখার উপবৃত্তি প্রাপ্ত ২ হাজার ৫১৫ টাকা, বিজ্ঞান শাখায় ২ হাজার ৯১৫ টাকা ও একই শাখার উপবৃত্তি প্রাপ্ত পরীক্ষার্থীদের ২ হাজার ৬১৫ টাকা ফি’র কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু পরীক্ষার্থীরা জানিয়েছেন, কলেজ নির্ধারিত ফি বোর্ড নির্ধারিত ফি’র চাইতে ৫০০ থেকে ৮০০ টাকা বেশি। যা পরিশোধ করতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে।
এ কলেজের মানবিক শাখার এইচএসসি শিক্ষার্থী রিফাত মিয়া বলেন, ‘আমরা জেনেছি বোর্ড নির্ধারিত দুই হাজার মধ্যে। কিন্তু আমাদের কাছে ২ হাজার ৮০০ টাকা দাবি করা হচ্ছে। ফি কমানোর জন্য ইউএনও স্যারের সাথে কথা বলেছি। তিনি যদি এ ব্যাপারে ব্যবস্থা না নেন তাহলে আমাদের পক্ষে ফরম ফিলাপ করা কষ্টসাধ্য হবে।’
কলেজের অধ্যক্ষ চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা পৌরনীতি বিষয়ের সহকারী অধ্যাপক সাদেক আহমেদ বলেন, ‘অধ্যক্ষ ফরম পুরণের ফি নির্ধারণ করে দিয়ে গেছেন। এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আমি এখন শুধু চার্জে আছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘বোর্ড নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত ফি আদায়ের সুযোগ নেই। যদি অতিরিক্ত ফি আদায় করা হয় তাহলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’