মাধবপুর উপজেলার জগদীশপুর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ সুলেমান (২৫) কে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২৬ কেজি গঁাঁজা জব্দ করা হয়। তার সঙ্গে থাকা অপর আসামি তারা মিয়ার পুত্র মনির মিয়া পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই অভিজিৎ ভৌমিক ১০ জুন ওই এলাকায় অভিযান চালিয়ে সুলেমানকে আটক করে। সে মাধপবুর উপজেলার আহম্মদাবাদ গ্রামের মৃত সিদ্দিক আলীর পুত্র। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে মাদক আইনে দুজনের বিরুদ্ধে মামলা করেছে।
এ জাতীয় আরো খবর ....