সংক্রমণ কমে আসায় দক্ষিণ কোরিয়াতে করোনার সামাজিক বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম বু-কিয়ুম। তবে মাস্কের বাধ্যবাধকতা থাকছে। দু’বছর আগে শুরু হওয়া করোনা ভাইরাসের সংক্রমণের পর এই প্রথম বেশিরভাগ নিষেধাজ্ঞা উঠিয়ে নিলো দেশটির সরকার। খবর আলজাজিরার।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১০ জনের বেশি সামাজিক জমায়েত, রেস্তোরাঁগুলোতে মধ্য রাত্রিকালীন কারফিউ, কফি শপ এবং অন্যান্য অভ্যন্তরীণ ব্যবসা প্রতিষ্ঠানের ওপর আগামী সোমবার (১৮ এপ্রিল) থেকে এ ঘোষণা কার্যকর হতে যাচ্ছে।
দেশটির প্রধানমন্ত্রী কিম বলেন, মার্চের তৃতীয় সপ্তাহে ওমিক্রন সর্বোচ্চ পরিমাণে সংক্রমিত হওয়ার পর এখন ভাইরাসটি তার শক্তি হারিয়ে দুর্বল হতে শুরু করেছে। এ ছাড়া স্বাস্থ্য খাতে আমাদের সক্ষমতা আগের চেয়ে অনেকাংশে বৃদ্ধি পাওয়ায় আমরা সাহসের সাথে বেশিরভাগ সামাজিক বিধিনিষেধ তুলে নিতে যাচ্ছি।
তিনি আরও বলেন, ঘরের ভেতরেও মাস্ক পরতে হবে। তবে আগামী দু’সপ্তাহের ভেতর যদি সংক্রমণ আরও কমে আসে তাহলে বাইরেও মাস্ক ছাড়া চলাচলের অনুমতি দেয়া যেতে পারে।