জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃকরিম বিশ্বাসের সাথে গতকাল সোমবার বিকাল ৫ টার দিকে ইউপি হলরুমে কার্পাসডাঙ্গায় বসবাসরত হরিজন সম্প্রদায়ের ৫ টি পরিবারের ১৫ জন সদস্য মতবিনিময় করেন।এসময় তারা আক্ষেপের সাথে বলেন আমরা দীর্ঘ প্রায় ২৪ বছর যাবৎ এখানে বসবাস করছি। কিন্তু আমরা এখনো অবহেলিত।তারা বলেন আমাদের দাবী আমাদেরকেও সরকারী প্রকল্পের ঘর দেওয়া হোক। যাতে করে আমরা পরিবার পরিজন নিয়ে একটু দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারি।এসময় চেয়ারম্যান আঃকরিম বিশ্বাস তাদের আশ্বস্থ করে জানান বিষয়টি তিনি অবশ্যই দেখবেন।যাতে করে তারাও ঘর পান তার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সাথে বিষয়টি নিয়ে বলবেন।এসময় উপস্থিত ছিলেন দেলোয়ারা মেম্বর,মন্টু মেম্বর,রাজ্জাক মেম্বর,আলম মেম্বর,বিল্লাল মেম্বর,সাজিবার মেম্বর,ইউপি সচিব মহিউদ্দীন,কম্পিউটার অপারেটর তপন কুমার,উদ্যোক্তা হারুন,
হরিজন সম্প্রদায়ের রংলাল, পুষ্পা রানী,মাধুরী,মালতি, ময়না,শিল্পী,অমিত,সনি কুমার প্রমুখ।
এ জাতীয় আরো খবর ....