বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের ফরিদপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ আরমান হোসাইন ও সাধারণ সম্পাদক মাসুম।
ফরিদপুর জেলা শাখা কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে ফরিদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সাবেক ছাত্র ডাঃ শেখ সিফাত এবং সাধারণ সম্পাদক ডাঃ শোভন এহসান,সহ-সভাপতি ডাঃ অনিমেষ ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ লক্ষ্মী কুন্ডু,সাংগঠনিক সম্পাদক জামির মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন কুমার, প্রচার সম্পাদক ডাঃ প্রিংয়াকা রাহুত, কোষাধ্যক্ষ ডাঃ কামরুন নাহার,দপ্তর সম্পাদক ডাঃ দিলিপ কুমার,চিকিৎসা ও পরামর্শ সম্পাদক ডাঃ জয়দেব বিশ্বাস, কার্যকরি সদস্য -বিজয় কর,সোমা দাস পাল,মোঃ আমিরুল শেখ,ফারুক শেখ।
সংগঠনটির লক্ষ উদ্দেশ্য হচ্ছে, একটি উন্নত ও আধুনিক হোমিওপ্যাথি প্রতিষ্ঠার লক্ষ্যে পরস্পর ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে ঐক্যবদ্ধ ভাবে সকলের সহযোগীতায় আগামীর প্রজন্মকে হোমিওপ্যাথি সুশিক্ষায় শিক্ষিত করা, হোমিওপ্যাথি- অনৈতিক কার্যক্রম হতে ছাত্র, চিকিৎসক কে বিরত রাখার চেষ্টা করা।আধুনিক বিজ্ঞান সম্মত চিকিৎসা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা।বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন একটি অরাজনৈতিক, ছাত্রদের অধিকার ও হোমিওপ্যাথিক পেশাজীবী উন্নয়নমূলক সংগঠন, সংগঠনের সকল নেতৃবৃন্দকে আদর্শ হ্যানিম্যান এর হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে তৈরি করা, বর্তমান বাংলাদেশের প্রচলিত হোমিওপ্যাথিক সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে উন্নয়নমূলক কাজ করা, সামাজিকভাবে হোমিওপ্যাথিক ডাক্তারদের মর্যাদা প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় ভাবে হোমিওপ্যাথিকে প্রতিষ্ঠিত করা।