শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের আদর্শ গ্রামে ভেকু দিয়ে ফসলি জমির মাটি অবৈধভাবে কাটায় প্রশাসন কর্তৃক কৃষি জমির মাটি কাটা বন্ধ করে স্হান ত্যাগ করার পর -পরই পুনরায় কৃষি জমির মাটি কাটতে দেখা গেছে।১২ই জুন রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আর্দশ গ্রাম কাচা রাস্তার পাশে কোন রকম অনুমতি না নিয়েই মাটি কাটছিলেন স্হানীয় দাতের ডাক্তার আঃ সালাম,পিতা,আঃ রহমান স্হানীয় অবৈধ ভেকু বানিজ্যের হোতা মোঃ সোহাগ শেখ পিতা মৃত ধবু শেখের সার্বিক সহযোগিতায় কৃষি জমির মাটি কাটা হচ্ছিল, খবর পেয়ে ভূমি অফিসের কর্মকর্তারা অবৈধ মাটি খননের কাজটি দ্রুত বন্ধ করে দেন এবং অনুমতি ব্যতিরেকে আর মাটি না কাটার নির্দেশনা প্রদান করেন। বিগত কয়েক দিন ধরেই সোহাগের নেতৃত্বে কৃষি জমির মাটি কেটে বিক্রী করা হচ্ছিল। জানা যায়,সোহাগ দীর্ঘ দিন ধরে কয়েকটি ভেকু দিয়ে এলাকার ফসলি জমি বিলীন করে চলেছেন।ভেকু ব্যবহারের কোন অনুমোদন নেই সোহাগের।
এ ব্যপারে,সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা বলেন,আমরা ইতোমধ্যে কৃষি জমির মাটি কাটা বন্ধ করে দিয়েছি,সঠিক কাগজ পত্র গ্রহন না করা পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তবে ভূমি কর্তারা স্হান ত্যাগ করার কিছু ক্ষণ পরই পুনরায় কৃষি জমির মাটি কাটার কাজ শুরু হতে দেখা যায়। ভূমি অফিস কর্তৃক কৃষি জমির মাটি কাটা বন্ধ করার পর অল্প সময়ের ব্যবধানে পুনরায় মাটি কাটার বিষয়ে ষোলগর ইউপি ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ দিদার শাহিন বলেন,আমরা কাজ বন্ধ করে দিয়েছি,অনুমতি ছাড়া তারা কৃষি জমি খনন করতে পারেন না,এটা স্পষ্ট আইনের লঙ্গণ,আমরা আইনগত ব্যবস্হা গ্রহন করবো।