মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমানবন্দর এলাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ট্রেনের তিনটি বগি পুঁড়ে গেছে। আগুন লাগার খবরে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে ৪ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ১টার দিকে ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি টের পেয়ে চালক ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও হঠাৎ করে আগুন দাউ দাউ করে কয়েকটি বগিতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কমলগঞ্জের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ট্রেনের তিনটি বগি পুড়ে ছাঁই হয়ে যায়।
এদিকে অগ্নিকাণ্ডের পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো রেখে দুদিক থেকে ভালো বগিগুলো সরালেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ ছিল। ভানুগাছ স্টেশন মাস্টার কবির হোসেন বলেন কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেটা জানাতে পারেননি।
এ জাতীয় আরো খবর ....