রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ২ জনকে আটক করেছে রাজশাহী জেলা ডিবি। রবিউল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইনামুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সরকার, সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় আসামী ১। মোঃ রাফিকুল ইসলাম @ রাফি (২৪), পিতা- মোঃ আশরাফ আলী, মাতা- মৃত সোনাভান বেগম, ২। মোঃ আব্বাস আলী (৪৫), পিতা- মোঃ আরশাদ আলী, মাতা- মোসাঃ মনোয়ারা বেগম, উভয় সাং- দিয়ার মানিকচর মাদ্রাসাপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী দ্বয়কে ইং-০৯/০৬/২০২২ তারিখ ৪.৩০ ঘটিকায় গোদাগাড়ী থানার ০৯নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়ার মানিকচর মাদ্রাসাপাড়া গ্রামস্থ ০২ নং ধৃত আসামী মোঃ আব্বাস আলী (৪৫) এর বসত বাড়ীর উত্তর পার্শ্বের মেইন গেটের সামনে মোটলসাইকেল সহ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করাকালে ধৃত ১নং আসামীর হেফাজত হইতে ১০০ (একশত) গ্রাম হেরোইন ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ গ্রেফতার করেন।
এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।