ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় ওই নারীর স্বামী ও ১৮ দিনের সদ্যজাত সন্তানসহ তিনজন আহত হয়েছেন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল ১১টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের লুকড়ায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ২২ বছরের নারীর নাম মাছুরা বেগম। তিনি সদর উপজেলার মির্জাপুর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী।
হবিগঞ্জ সদর থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, লাখাই থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা হবিগঞ্জ আসছিল। এ সময় সিএনজি অটোরিকশাটি লুকড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট পাঠানো হয়েছে। মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছে বলেও জানান ওসি।