রাজশাহী মহানগরীতে পুলিশ কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক এর নির্দেশে রাজশাহীকে অপরাধমুক্ত, ছিনতাইমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী মহা: গোয়েন্দা পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার জনাব মোঃআরেফীন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে,নেতৃত্বে অতি; উপ পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি:)/জনাব মোঃ মশিয়ার রহমান এবং সঙ্গিয় এসআই /(নি:) আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ ইং ০৭/০৬/২০২২ তারিখ রাত্রি ১২.৪০ ঘটিকায় নিজ নিজ মোটর সাইকেল যোগে মহানগর এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানাধীন দাশপুকুর ব্যাঙ্ক কলোনীসাকিনস্ত জনৈক রেজাউল শরীফ (শিপু) এর বসত বাড়ীর সামনে পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হতে ১।শাজাহান(২৮), পিতামেরাজ মাতা মোসা: মীরা,স্থায়ী সাং মসজিদপড়া (লইলাপড়া), থানা+জেলা চাঁপাই নবাবগঞ্জ,বর্তমান সাং ডিঙ্গাডোবা( জনৈকা কোহিনুর এর বাড়ীর ভাড়াটিয়া), থানা রাজপাড়া,মহানগর, রাজশাহীকে একটি কালো রংয়ের কলেজ ব্যাগের খাকি রঙের কসটেপ দ্বারা মোড়ানো ০২ কেজি ওজনের একটি পোটলা ০১ কেজি ওজনের একটি পোটলা সর্বমোট ০৩(তিন) কেজি ওজনের নেশা জাতীয় মাদকদ্রব্য লুজ শুকনা গাঁজাসহ্ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে,উক্ত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।উদ্ধারকৃত গাঁজার মুল্য ৬০,০০০/- টাকা।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এ সংক্রান্ত রাজপাড়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান উপ পুলিশ কমিশনার (ডিবি),মোঃ আরেফিন জুয়েল, গোয়েন্দা শাখা আরএমপি,রাজশাহী