গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন’র উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে গণঅধিকার পরিষদ জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সংগঠক সাখাওয়াত হোসেন, বাংলাদেশ শ্রমিক অধিকার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের আহŸায়ক আরিফুল ইসলামসহ অন্যান্যরা। এসময় বক্তারা, চট্টগ্রামে অগ্নিকান্ডে আহতদের দেখতে গিয়ে হামলার শিকার রাশেদ খাঁন’র উপর হামলার প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।