সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান (বাবু) এর সাথে জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জুন) দুপুর ১২ টায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান’র কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দকে মুজিববর্ষে হতদরিদ্র ভূমিহীনদের ঘর পাওয়ার প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান (বাবু)। এছাড়াও সকল সময়ে হতদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর আহবায়ক আব্দুস সাত্তার, সহ-সভাপতি আকবর আলী, শিহাব উদ্দীন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর সদস্য সচিব হোসেন মাহমুদ ক্যাপ্টেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর ভূমিহীন সমিতির সভানেত্রী গুলশান আরা বেগম, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরার প্রতিনিধি মাস্টার সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।