মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ বছর চতুর্থ বারের মতো চা-নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে সাড়ে ৩ লক্ষ কেজি চা-পাতা বিক্রী হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা।
বুধবার (৮জুন) শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামের হলরুমে সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়।
সিটি গ্রুপের সর্বোচ্চ ৮টি বাগান অংশগ্রহণ করে। নিলামে সবচেয়ে বেশী দামে বিক্রী হয় চট্টগ্রামের কর্ণফুলী চা-বাগানের চা, যার মূল্য ছিল ২শত ৬২ টাকা প্রতি কেজি।
অংশগ্রহণকারী ১২টি হাউজের মধ্যে ৯টি হাউজ আজকের নিলামে অংশগ্রহণ করে। এ বছরই প্রথম চট্টগ্রাম ব্রোকার হাউজগুলো চা-নিলামে অংশগ্রহণ করেছে।
নিলামে অংশ নেওয়া ব্রোকার ও বায়াররা বলেন, নিলামের স্থানটি আরও উন্নত করা প্রয়োজন, তাতে করে বায়ার ও ব্রোকাররা স্বাচ্ছন্দে নিলামে অংশগ্রহণ করতে পারবে।
এ জাতীয় আরো খবর ....