আলমডাঙ্গা যুব পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ক্যানেল পাড়ায় আয়োজিত হলো বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মদিন উপলক্ষে তিনদিন ব্যাপী পূজা উৎসবের সমাপনী অনুষ্ঠান।গতরাত ৯ঃ৩০ মিনিটে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এই পূজা উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার ৪বার নির্বাচিত মেয়র জনাব হাসান কাদির গণু,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা হিন্দু সম্প্রদায়ের নেতা মনীন্দ্রনাথ দত্ত, হিন্দু সম্প্রদায়ের নেতা ও আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের ৪ নং ওয়ার্ডের সভাপতি কালু ঘোষ, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক কাজি রবিউল হক, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মাজেদ ভূঁইয়া,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আলমডাঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক পলাশ কুমার আচার্য্য, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আলমডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধু খা, সজিব ঘোষ, সদয় ঘোষসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।