ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পুনরায় গ্রহন করতে যাচ্ছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন। ২জুন ২০২২ ইং তারিখে স্থানীয় সরকার বিভাগ উপজেলা শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মোমতাজ বেগম স্বাক্ষরিত পত্রের সুত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য ২০২২ সালের ১৫ মে শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেফালী বেগমের আকস্মিক মৃত্যু হলে পদটি শুন্য হয়। এর আগে ২০১৯ সালের ৪ নভেম্বর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন মৃত্যু বরণ করলে স্থানীয় সরকার বিভাগ নিলুফা ইয়াসমিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করে। পরে নির্বাচনে শিকদার মোশারফ হোসেনের সহধর্মিণী শেফালী বেগম নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।