দিনাজপুরের নবাবগঞ্জে আদালতে ৪ জুয়ারীর ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার ১৩ মার্চ নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে নবাবগঞ্জ থানার এসআই মোঃ আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানাধীন মাহমুদপুর ইউনিয়ন বারুনী বাজার সংলগ্ন এলাকায় দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় ওই অভিযানে জুয়া খেলার সময় ৪ জুয়াড়িকে আটক করেন । আটককৃতরা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলেয়া গ্রামস্থ নিজাম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৪ মোগড় পাড়া গ্রামস্থ আঃ জলিলের ছেলে আসাদুল ইসলাম (৩০), পূর্ব ফতেপুর গ্রামস্থ নূর হোসেনের ছেলে আকরাম(৪০) জগদীশপুর গ্রামস্থ আজাহার আলীর ছেলে মোন্তাজ আলী (৫০)। এ সময় নবাবগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার অপরাধে ওই ৪ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।ধৃত আসামীগনকে অদ্যই প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।