রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর গ্রামে তাল গাছে উঠে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি অবসরপ্রাপ্ত শিক্ষক। শুক্রবার সকালে তাল গাছে ওঠে ডাল কাটার সময় তিনি মারা গেছেন।
নিহতের নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
এ বিষয়ে বেলপুকুর থানার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গাছেই মারা গেছেন। পরে স্থানীয়রা টের পেয়ে গিয়াস উদ্দিনের লাঁশ গাছ থেকে দড়ি দিয়ে বেধে নিচে নামিয়ে আনেন।