রাজশাহী জেলার ৩ নং দামকুড়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়াড এর দেশলাপাড়া নিবাসি আফতাব আলীর ছেলে আপন আলী বয়স ১০ বছর। আজ আনুমানিক সন্ধ্যা ৭ টাই মাটি বঝাই এক ট্রাক্টার রাস্তার পাশে দাড়িয়ে থাকা বাচ্চাটাকে পাচা দেই এবং ঘটনা স্থলেই বাচ্চাটি মারা যায়।
এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ ট্রাক্টরের চালক সহ সঙ্গে থাকা এক ব্যাক্তিকে ধরে।
পরে কাশিয়াডাঙ্গা পুশিস এসে ট্রাক্টরের চালক সহ ট্রাক্টরটি আটক করে।
দিনে দিনে এই সমস্ত যানবাহন গুলি যে যেভাবে বেপরোয়া রাস্তায় চলাচল করছে এতে প্রতিনিয়ত ঘটছে দূর্রঘটনা তারপরও প্রশাসন নির্বিকার।
এদের কোন ধরনের কাজগ পত্র নাই কোন ড্রাইভিং লাইসেন্স, তারপরও এরাই রাস্তার রাজা।
প্রতিদিনই ঝরে যাচ্ছে কতো প্রান, আর কতো প্রান যাবার পর প্রশাসনের টনক লড়বে এর জবাব কি আমাদের জানা আছে বা কে দেবে এর উত্তর?????????? (