ঝিনাইদহ জি.কে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চলছে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০২২। নির্বাচনে অংশ গ্রহণ করেন ১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে জয়লাভ করবে ৭জন। সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। এতে তৃতীয়,চতুর্থ ও পঞ্চম শ্রেনীতে ক্যাপ্টেন নির্বাচনে ভোট গ্রহণ চলবে। তিনটি শ্রেনী মিলে মোট ভোটার সংখ্যা রয়েছে ছেলে ২৫ জন ও ৪৪ জন মেয়ে। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে পঞ্চম শ্রেনীতে পড়ুয়া ইফাদ জামান নিশান, প্রিজাইডিং অফিসার হিসাবে পঞ্চম শ্রেনীর সাইমা আক্তার রুমকী, সহকারি প্রিজাইডিং অফিসার হিসাবে পঞ্চম শ্রেনীর নৈসিক শার্মেলী সাবা,পোলিং অফিসার হিসাবে চতুর্থ শ্রেনীর রিক্তা খাতুন ও তৃতীয় শ্রেনীর সাবিয়া রহমান মাহিম,এজেন্ট হিসাবে চতুর্থ শ্রেনীর সামাউল ও তৃতীয় শ্রেনীর জান্নাতুল আয়েশা, সাংবাদিক হিসাবে নাহিদ আব্দুল্লাহ আল সামি,পুলিশ হিসাবে মেহেদি হাসান নির্জন,আনসারে দ্বায়িত্ব পালন করেন সোনা বিশ্বাস দায়িত্ব পালন করেন। উৎসবমুখর পরিবেশে ভোট প্রদাণ চলতে দেখা গেছে।