দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার লোকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ২৫/৫/২০২২ ইং তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শরিফুল ইসলামের ৩০/৫/২০২২ ইং তারিখে স্বাক্ষরিত চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।অসদাচরণ কর্মস্থলে অনুপস্থিত হিসাব প্রদানে অনিহা সহ নানা দূ্র্নীতি ও অনিয়মের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে চুড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ওই বরখাস্ত আদেশ বলবৎ থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। বিদ্যালয়ে গিয়ে জানা যায় উপরোক্ত প্রধান শিক্ষক গত রমজানের ছুটির পর থেকে বিদ্যালয়ে
অনুপস্থিত রয়েছে। তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন
বন্ধ পাওয়া যায়।
এ জাতীয় আরো খবর ....