গত ৩০শে মে (সোমবার) দুপুর ১২টায় মাদ্রাসার মুহতামিম ও বাংলাদেশের প্রথম খলিফায়ে ফেদায়ে মিল্লাত আব্দুল খালিক শায়খে চাক্তা- আস-সালাম ফুযালা পরিষদের প্রচার সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছকে সাথে নিয়ে এ ভিত্তি স্থাপন করেন।
উল্লেখ্য যে, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের প্রস্তাবনায় ২০২১-২২ অর্থ বছরের উপজেলা পরিষদের এডিপি খাত হতে দারুসসালাম দারুল হাদীস লাফনাউট মাদ্রাসার সীমানা প্রাচীর ও গেইট নির্মাণ বাবত বিল পাশ করা হয়৷