বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। প্রতি বছর ৩১ মে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩১ মে) সকালে ১০ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ থেকে এক র্যালী বের করা হয়।
র্যালী শেষে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
শ্রীমঙ্গল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. পার্থ সারথী সিংহের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, যুব উন্নয়ন অফিসার অসীম কুমান কর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ বর্ধন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাফর আল সাদিক।