জমিতে সবুজ সার হিসেবে ধৈন্চা চাষে কৃষকরা এখন ঝুকছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার মুন্সিগঞ্জের কাশিপুর মাঠে ধৈন্টা মাড়াইয়ের কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০ সাড়ে টায় চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মুন্সিগঞ্জের কাশিপুুরমাঠে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কর্তৃক আয়োজিত ধৈন্চা মাড়াই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাস চন্দ্র সাহা উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মোঃআবু তারেক অতিরিক্ত পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষি সম্প্রসারন অধিদপ্তর চুয়াডাঙ্গা। এছাড়াও উপস্থিত ছিলেন মনিরুজ্জামান, মোঃসোহেল রানা, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, আলমডাঙ্গা, মোঃ সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ আলমডাঙ্গা থানা,বি.এ.টি.বি ঝিনেদা লীফ রিজিওন এর রিজিওনাল লীফ ম্যানেজার মাজেদুল হক খান, লীফ রিজিওনাল এর সুযোগ্য এরিয়া লীফ ম্যানেজার মোঃ মুশফিকুর রহমান, মোহাম্মদ সারোয়ার আলম এ্যাসিস্ট্যান্ট লীফ অফিসার, ও মোঃ তানভীর নিশাত এ.এল.ও উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।