সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে ও টিআইবি শ্রীমঙ্গল এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধূরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল সনাকের সাবেক সহসভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ।
অনুষ্ঠানে পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন টু ওয়ার্ড ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্পের পরিচিতি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন টিআইবি সিলেট ক্লাস্টারের কো-অর্ডিনেটর-সিই আরিফুল ইসলাম।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, সাংবাদিক এস কে দাস সুমন, শিক্ষক মোহাম্মদ আল আমিন ও সনাক সদস্য দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: জাফর-আল-সাদেক, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা: পার্থ সারর্থি সিংহ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি দীপংকর ভট্টাচার্য্য লিটনসহ সরকারী অফিসের কর্মকর্তা ও তাদের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সনাক সদস্য, ইয়েস সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ।