ঢাকাTuesday , 9 December 2025
  • অন্যান্য
  1. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বসন্তকেদার ডিগ্রি কলেজে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

Link Copied!

রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বসন্তকেদার ডিগ্রি কলেজের আয়োজনে গত ৯ ডিসেম্বর,মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় কলজে অডিটোরিয়ামে গণতন্ত্রের মানসকন্যা, রাষ্ট্রের অতীব গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তি,মানবতার মা,তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ মফিজ উদ্দীন সরকারের সঞ্চালনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত সম্মানিত শিক্ষক-কর্মচারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃমজিবুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ রবিউল হোসেন, প্রভাষক খোন্দকার মোঃ জিল্লুর রহমান মিঠু, সহকারী অধ্যাপক মোঃ আমানুল্লাহ, সহকারী অধ্যাপক রইস উদ্দীন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন বেগম খালেদা শুধু মাত্র বিএনপি’র নেত্রী নন তিনি গোটা বাংলাদেশের আপামোর জনসাধারণের মানবতার এক মহান দেশ দরদী নেত্রী। বর্তমানে ইন্টেরিম সরকার ঘোষিত তিনি দেশের একজন অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় তাঁর জন্য দেশ-বিদেশের সর্বত্রই দোয়া করা হচ্ছে। এরই অংশ হিসেবে বসন্তকেদার ডিগ্রি কলেজ বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনায় ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রউফ সরকার।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।