রাজশাহী তানোর উপজেলার নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত ‘আহম্মদ চ্যারিটি সেন্টার’ এর উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী আজ ১১ জানুয়ারি,শনিবার বেলা ১১ টায় উক্ত বিদ্যালয় মাঠে আয়োজিত আহাম্মদ চ্যারিটি সেন্টার কর্তৃক শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আহম্মদ চ্যারিটি সেন্টার এর প্রতিষ্ঠাতা আহম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শিক্ষা মন্ত্রণালয় (প্রতিমন্ত্রী মর্যাদা) ড.এম আমিনুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব,কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সবেক ভাইস চ্যান্সেলর মো: রফিকুল ইসলাম, তানোর উপজেলার নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান, মোহনপুর,ধূরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন সরকার, কাটাখালি শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ,আব্দুস সালাম বিপ্লব,মহব্বতপুর- খানপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো:রেজাউল ইসলাম, রাষ্ট্রপতি কর্তৃক পদকপ্রাপ্ত স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নূর মোহাম্মদ,কৃষি গবেষণা ও পাঠাগার এর চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম শাহ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন মোল্লা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী বৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীমন্ডলী,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রধান অতিথি ড.এম আমিনুল ইসলাম এর মাধ্যমে ৪ জন শিক্ষার্থীকে ল্যাপটপ এবং ১১ জন শিক্ষার্থীকে আর্থিক চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জ্যেষ্ঠ প্রভাষক ও সাংবাদিক মো: মফিজ উদ্দীন সরকার।
এ জাতীয় আরো খবর ....