1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে হাজী মখলিছ মিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে কম্বল বিতরণ  আলমডাঙ্গা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আতিক বিশ্বাসের জন্মদিন উৎযাপন  চুয়াডাঙ্গায় আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের মূলহোতাসহ ৫জন আসামী গ্রেফতার চুয়াডাঙ্গা ড. এ আর মালিক ইংলিশ স্কুল এন্ড কলেজ নবীন বরণ ও নতুন বছর উদযাপন নতুনধারার ঘোষণাপত্র দিবস পালিত টেকনাফে বন বিভাগের ১৭ শ্রমিক অপহরণ মৌলভীবাজারে খলিলপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক ব্যারিস্টার লিয়াকত আলী সংবর্ধিত  মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ৩ ইউপি চেয়ারম্যান ও ২ ছাত্রলীগ নেতাসহ ৫ জন কারাগারে মৌলভীবাজারে অশ্লীলতা দমন কমিটি অদক এর বারো দফা কর্মসূচী ঘোষণা 

মৌলভীবাজারে অশ্লীলতা দমন কমিটি অদক এর বারো দফা কর্মসূচী ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ বার নিউজটি পড়া হয়েছে
মৌলভীবাজারে অশ্লীলতা দমন কমিটি অদক এর ১২ দফা কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবী জানানো হয়। কমিটির পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় কমিটি গঠন, প্রাথমিক,মাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামুলক কার্যক্রম গ্রহণ, সংশ্লিষ্ঠ বিভিন্ন প্রতিষ্ঠানে স্মারকলিপি প্রদানসহ পর্যায়ক্রমে সারা বাংলাদেশে কমিটির কার্যক্রম বিস্তৃত করা হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়।
(২৯ ডিসেম্বর) রবিবার দুপুরে মামার বাড়ি রেস্টুরেন্টে দুপুর ১২ টায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচী ঘোষণা করা হয়।
অশ্লীলতা দমন কমিটি-অদক-এর ১২ দফা দাবির ঘোষণা পত্র পাঠ করেন  মুফতি তাফাজ্জুল ইসলাম আরাবী সভাপতি অশ্লীলতা দমন কমিটি-অদক।
সঞ্চালনা করেন আব্দুল মুকিত তালুকদার সেক্রেটারি অশ্লীলতা দমন কমিটি-অদক। বক্তব্য রাখেন হাফিজ আব্দুল আজিজ তরফদার,হাফিজ রুমেন আহমদ চৌধুরী,দেলওয়ার সায়েমী,আবুল আলা মো: মওদুদ,সৈয়দ রুহুল আমীন, মোক্তাদির হোসাইন ও বদরুল আমীন চৌধুরী।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইনলাম শেফুল, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক রোমান আহমদ প্রমুখ।
গত ৮ডিসেম্বর ২০২৪ ইং  মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলা থেকে আগত এক ঝাঁক তরুণ-যুবকদের সমন্বয়ে সমাজের সকল প্রকার অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ বন্ধে এক মত বিনিময় সভার  পর মুফতি তাফাজ্জুল ইসলাম আরাবীকে সভাপতি এবং আব্দুল মুকিত তালুকদারকে সেক্রেটারী মনোনয়ন করে ১১৫ সদস্য বিশিষ্ট অশ্লীলতা দমন কমিটি- অদক গঠন করা হয়।
 অদকের ১২ দফা হচ্ছে –
দফা-১: উরুসের নামে বিভিন্ন মাজারে গান-বাজনা, উচ্চ শব্দে মাইক ব্যবহার করে নর্তকী ভাড়া করে গান গাওয়ানো সহ সকল অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।
দফা-২: শহরে এবং শহরের বাহিরে অবস্থিত পার্ক, রিসোর্ট ও দর্শনীয় স্থানে সকল প্রকার অশ্লীলতা ও অসামাজিক কর্মকান্ড বন্ধ করতে হবে।
দফা-৩: শহরের ভিতরে যেসব আবাসিক হোটেল ও রেস্তোরাঁ রয়েছে সেগুলোতে ঝটিকা অভিযান করে অনৈতিক কাজ বন্ধ করতে হবে।
দফা-৪: ট্রান্সজেন্ডার, সমকামীতা, লীভ টুগেদার ইত্যাদি অশ্লীল ও অনৈতিক কর্মকান্ড আইন করে নিষিদ্ধ করতে হবে।
দফা-৫: সকল প্রকার অশ্লীল বিল বোর্ড, পোস্টার ও অশ্লীল বিজ্ঞাপন অপসারণ করতে হবে।
দফা-৬: বিভিন্ন দিবসকে উপলক্ষ্য করে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে মেলা বসিয়ে জুয়ার আসর। মদ-গাঁজা সেবন করা এবং অশ্লীল গান ও নৃত্য বন্ধ করতে হবে।
দফা-৭: স্কুল-কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড অপসংস্কৃতি ও প্রেম ভালোবাসার নামে সকল প্রকার বেহায়াপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
দফা-৮: অশ্লীল বইপত্র, ম্যাগাজিন, ফেস্টুন, প্লে-কার্ড ইত্যাদি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
দফা-৯: ‘সিনেমা, নাটক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টিকটকে কন্টেন্ট ক্রিয়েশন এবং বিনোদনের নামে তৈরী করা যৌন সুড়সুড়ি মূলক অসামাজিক ভিডিও ধারণ এবং প্রচারনা বন্ধ করতে হবে।
দফা-১০: দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকল প্রকার অশ্লীল পর্নোগ্রাফী সাইট স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
দফা-১১: সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মূলবোধ ও নৈতিক উৎকর্ষ সাধনে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
দফা-১২: প্রশাসনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যাত্রাগান সহ সকল অশ্লীল আয়োজনের অনুমোদন প্রদান বন্ধ করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel