সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত থেকে বিজিবির পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪৫ লক্ষ ৩৫ হাজার ৪৫০ টার বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড়, কসমেটিক্স, মদ, চিনি, সুপারি, কয়লা, গরু ও জিরা ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি।
গতকাল বুধবার সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবির অধীনস্থ সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা, বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ও ডলুরা এবং তাহিরপুর উপজেলার লাউড়েরগড়, চারাগাঁও ও বনগাঁও সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা চোরাই পথে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশের আনা এইসব অবৈধ পণ্য করা হয়।
আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরের প্রেসবিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবির এধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং আটককৃত এসব অবৈধ পণ্য জেলা শুল্ক কার্যালয় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
তিনি প্রেসবিজ্ঞপ্তিতে জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল জাহাঙ্গীর নগর ইউনিয়নের কামারভিটা ও শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় সিঙ্গানিয়া (SINGHANIA) ফ্যাব্রিক এর থান কাপড়, কসমেটিক্স এবং মদ আটক করা হয়।যার মূল্য ৪০ লক্ষ ২৫ হাজার তিনশ’ টাকা।
এছাড়াও একই দিনে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ও ডলুরা এবং তাহিরপুর উপজেলার লাউড়েরগড়, চারাগাঁও ও বনগাঁও সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৫ লক্ষ ১০ হাজার ১৫০ টাকার
ভারতীয় চিনি ও সুপারি, কয়লা, জিরা, গরু ও কম্বল আটক করে।
এ জাতীয় আরো খবর ....