সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার জাকস্ এনজিওর সামনে মহাসড়কে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।’
শনিবার (১৪ ডিসেম্বর)। দুপুরে র্যাব-১২ এর সদর কোম্পানির একটি দল গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযানটি পরিচালনা করে। পিকআপটির চালকের সিটের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন দিনাজপুর জেলার কোতোয়ালি থানার ছোট গুলগুলা গ্রামের মো. আরিফুল ইসলাম (৩৬) এবং ঠাকুরগাঁও সদর থানার কালিকাগাঁও গ্রামের মো. লিটন মাসুদ রানা (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পিকআপ ভ্যানের মাধ্যমে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। মাদক পরিবহনের ক্ষেত্রে তারা পিকআপটির চালকের সিটের পেছনে বিশেষ লুকানোর ব্যবস্থা তৈরি করেছিল।
এ ঘটনায় সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’