1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন নিজের চেহারা একবার আয়না দিয়ে দেখুন: মৌলভীবাজারে জামায়াতের আমীর শ্রীমঙ্গলে শিশু ধর্ষণ মামলায় আটক ২ তানোরে দ্বিতীয় স্ত্রীর প্রতারণায় প্রথম স্ত্রী নিঃস্ব সিরাজগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে সড়ক ও জনপদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ রাজশাহীতে হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক- ৮ সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা মাছের উৎপাদন বৃদ্বিতে সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য আটক  সুনামগঞ্জের দোয়ারাবাজারে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে কম্বল ও খাবার প্রদান

সিরাজগঞ্জে বালুর টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৮

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ বার নিউজটি পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর বালু বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপি’র দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের প্রায় ৮ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর)। সন্ধ্যার আগে উপজেলার সদর ইউনিয়নের সিংড়াবাড়ী এলাকায় দুপক্ষের সংঘর্ষের এ ঘটনা ঘটে।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, বিএনপি সমর্থিত সিংড়াবাড়ি এলাকার মুন্না আহম্মেদ, পারভেজ সেখ, হৃদয় সেখ, ফজলে রাব্বী ও উষা বেগম। এ ঘটনায় তিনজন কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, যমুনা নদীতে জেগে ওঠা চর থেকে বালু সংগ্রহ করে উপজেলা সিংড়াবাড়ী এলাকায় ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং প্রকল্পের কাজ চলছে। এ কাজে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান বালু সংগ্রহ করে জিওব্যাগে ভরছে। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলুর ছেলে মেহেদী হাসান সুমন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আশাদুল ইসলামের লোকজন ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিদিন নৌকা প্রতি নির্দিষ্ট পরিমান চাঁদা নেন। ‘এচাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছে।

চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করে মেহেদী হাসান সুমন বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আশাদুল ইসলাম, গান্ধাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুইট ও ছাত্রদল নেতা নবীনসহ কয়েকজন প্রতিদিন বালুর নৌকা প্রতি চাঁদা তোলেন। এ চাঁদা তুলতে নিষেধ করায় আমার মা উষা বেগমসহ পাঁচজনের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন।

তবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশাদুল ইসলাম উল্টো অভিযোগ করে বলেন, সুমনকে চরের বালুর চাঁদা ও একক আধিপত্য বিস্তারে স্থানীয়রা বাধা দিলে এ হামলা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ভারপ্রাপ্ত)। কর্মকর্তা ডা. মোমেনা পারভীন বলেন, সন্ধ্যার পরে হাসপাতালে আহত অবস্থায় ৭ জন ভর্তি হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদের মধ্যে আশংকাজন হওয়ায় ১জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। নূরে আলম জানান, সংঘর্ষের এঘটনায় মেহেদী হাসান সুমন নামের একজন অভিযোগ দিয়েছেন। অভিযোগটি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel