“জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরী। সব স্তরে আইনের শাসন যথাযথভাবে প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, বিশৃঙ্খলা, নৈরাজ্য ও দুর্নীতি দূর করা সম্ভব। আইনের শাসন না থাকলে সবল-দূর্বল, ধনী দরিদ্রের ব্যবধান বাড়ে। মায়া, মমতা, সহমর্মিতা, ন্যায় বিচার ও নীতি আদর্শ লোপ পায়। তাই আইনের শাসন প্রতিষ্ঠিত হলে ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠা হবে। সবার ভালোবাসার কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলা জাকের পার্টি আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। মাদারীপুর জেলা শহরে নতুন বাস স্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা সভাপতি আসাদ আকন।সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় সভাপতি শামসুল আলম সিরাজ মুন্সী, যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম লিটন, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক মহীউদ্দীন ফকির, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ. রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদিকা কানিজ ফাতিমা লিপি, কেন্দ্রীয় সদস্য মহুয়া সুলতানা লাভলি।
এ জাতীয় আরো খবর ....