আলমডাঙ্গার শহীদ মিনারের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো বাধা সৃষ্টি করলে দুপক্ষের মধ্যে হট্রগোলকে কেন্দ্র করে হিরোর নির্দেশে তার ভাই এক সময়ের সন্ত্রাসী হাসান ১০/১২ জন অপরিচিত সন্ত্রাসী অস্ত্র স্বস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক হামিদুল আজমের বাড়ীতে হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে উপজেলার সামনে আলমডাঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করে।গতকাল বেলা সাড়ে ১১ টার সময় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু।বক্তব্য রাখেন সহ-সভাপতি জামসিদুল হক মুনি,মৌলভী আবুল কাশেম,রুনু খন্দকার,সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম,সাংগাঠনিক সম্পাদক কাইরুল মামুন,সহ-সাংগাঠনিক সম্পাদক বসিরুল আলম, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক কিশোর করণিক, আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল,প্রচার সম্পাদক জাফর জুয়েল,নির্বাহী সদস্য সাকিব হাসান,হাসিবুল হক,লাল্টু রহমান,সুধি ইকবাল হোসেন,হাবিবুল করিম চঞ্চল,এমদান হোসেন,মঞ্জু মিয়া,হাজী আজাদ,রাকিবুল ইসলাম,প্রমুখ।সভাপতি শাহ আলম মন্টু বলেন আলমডাঙ্গা প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহি সংগঠন,আমরা সার্বক্ষনিক সংবাদ প্রকাশ করে থাকি,যদি কেউ দুর্নিতি করে,সমাজিক অনাচার করে,মাদক ব্যাবসায়ি,ভুমি দস্যু,চোরাচালানি, মানব পাচার সহ বিভিন্ন উন্নয়ন মুলক তথ্য নিউজের মাধ্যমে প্রকাশ করি।গতকাল ব্রাইট স্কুলের পরিচালক হিরোর নির্দেশে তার বড় ভাই হাসান সন্ত্রাসী সহ ১০/১২ অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজমকে হত্যার উদ্যেশ্যে তার বাড়ীতে হামলা করে। তারা আজম ও তার ছেলে হাসিবকে হত্যা করার হুমকি দিতে থাকে,অকথ্য ভাসায় গালিগালাজ করতে থাকে।আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে এই ন্যাক্কার জনক জঘন্য হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।সাথে সাথে সন্ত্রাসী হাসান সহ দোষি ব্যাক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাচ্ছি।আপনারা আলমডাঙ্গার সকল সচেতন অভিভাবকদের সন্ত্রাসী হিরোর স্কুলে ভর্তি না করার জন্য অনুরোধ করেন ।