নড়াইল সদর উপজেলা ১২ নং বিছালী ইউনিয়ন পরিষদের সতন্ত্র নির্বাচিত চেয়ারম্যান ও নড়াইল জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা কৃষকদলের সভাপতি মোঃ হেমায়েত হোসাইন ফারুক শারদীয় দূর্গা পূজায় ১২ টি পুজা মন্দিরে নগত অর্থ সহায়তা প্রদান করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং নড়াইল জেলা বিএনপি সংগ্রামী সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশনায় বিছালী ইউনিয়নের ১২ টি পূজা মন্দিরে এ নগত অর্থ সহায়তা প্রদান করেন তিনি। (১২ অক্টোবর)শনিবার ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে পূজার আনন্দ ভাগাভাগি ও সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে প্রতি বছরের ন্যায় এ বছর ও নগত অর্থ সহায়তা প্রদান করেছেন এই
নড়াইল জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা কৃষকদলের সভাপতি, বিছালী ইউপি পরিষদের সতন্ত্র নির্বাচিত চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক।পুজা মন্দির পরিদর্শন কালে চেয়ারম্যান বলেন,নড়াইল জেলা বিএনপি সংগ্রামী সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ভাই আপনাদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদের নির্বিঘ্নে পূজা উদযাপন ও আপনাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কঠোর নিদের্শনা দিয়েছেন। জননন্দিত এই ইউপি চেয়ারম্যানকে কাছে পেয়ে উৎসবের আমেজে মেতে উঠে স্থানীয় ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।উলুধ্বনি ও শঙ্খধর্নি ও ফুল দিয়ে মন্দিরে বরন করে নেন মন্দির কমিটি। চেয়ারম্যান তার বক্তব্যে বলেন,
এসময় উপস্থিত ছিলেন, বিছালী ইউনিয়ন বিএনপি সভাপতি, সম্পাদক সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।