আলমডাঙ্গার কৃতি সন্তান খুলনা বিএমএর সাবেক সভাপতি ডাঃ রফিকুল হক বাবলুকে স্বাস্থ মন্ত্রনালয়ের অধিন ডেন্টাল কাউন্সিলের সদস্য মনোনিত করেছেন।গত ২৯ সেপ্টম্বর স্বাস্থ মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়েছে।বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ি স্বাস্থ শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের ১১/০২/২০১০ তারিখের৫৯০০.০০০.১৪১.৪৫.০১৯.২০১৮-
১০৪নং স্বারক মুলে সংশ্লিষ্ট আইনের ধারা ৪(১)(৪)(ব)ও(ভ)অনুযায়ি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল ও ডেন্টাল কাউন্সিলে মনোনীত সদস্যগনের মনোনয়ন বালিল পুর্বক ৪(১)ধারা (ঠ) দফা এর অধিনে সরকার কতৃত মনোনীত ঢাকা বিভাগে ২জন,চট্রগ্রাম বিভাগে ২জন,রাজশাহী বিভাগে ২জন,বরিশাল বিভাগে ২জন,সিলেট বিভাগে ২জন,রংপুর বিভাগে ২জন এবং খুলনা বিভাগে ২জনের মধ্যে সাবেক অধ্যাপক পেডিয়াট্রিক সার্জারি বিএসএমএমইউ অধ্যাপক সাইফুল ইসলাম ও আলমডাঙ্গার কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক সাবেক বিএমএ খুলনা বিভাগের সভাপতি ডাক্তার রফিকুল হক বাবলুকে মনোনীত করেছে।ডাঃ রফিকুল হক বাবলু বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সদস্য মনোনীত হওয়ায় সাবেক মেডিকেল অফিসার ডাঃ আবুল হাসনাত নুপুর,ডাঃ জিন্নাতুল আরা জোসনা,ডাঃ একরামুল হক,ডাঃনুরুন নাহার,ডাঃ জহুরুল হক,ডাঃ লিয়াকত আলী,ডাঃ সিরাজ প্রমুখ।এছাড়াও আলমডাঙ্গা ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েসনের সভাপতি ডাঃ মঞ্জুরুল ইসলাম বেলু,ডাঃ ওহিদুল ইসলাম,ডাঃ আব্দুল কুদ্দুস,ডাঃ রবিউল ইসলাম,ডাঃ হারুনার রশিদ পলাশ, ডাঃ তরিকুল ইসলাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।এছাড়াও আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম সহ সকল সাংবাদিক বৃন্দ অভিনন্দন জানিয়েছেন।