সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের পলকপুর গ্রামের সাজাপ্রাপ্ত আসামী আলম নূর আখঞ্জিকে এখনও গ্রেফতার করতে পারেনি জামালগঞ্জ থানা পুলিশ। বিজ্ঞ আদালত প্রদত্ত সাজা পরোয়ানা ও পুলিশের চোখ ফাকি দিয়ে ময়মনসিংহ জেলায় খালার বাড়ি ও বিশ্বম্ভরপুর উপজেলায় বোনের বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে ঐ প্রতারক। জানা যায়,পলকপুর গ্রামের মৃত আয়ূব আলী আখঞ্জির পুত্র আলমনূর আখঞ্জি, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ নিবাসী আব্দুর রকিব চৌধুরীর পুত্রকে আমেরিকা নেয়ার কথা বলে ১৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়। বিনিময়ে সিকিউরিটি বাবত ১৬ লক্ষ টাকার একটি ব্যাংক চেক প্রদান করে। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখায় উক্ত ব্যাংক চেকটি ডিজঅনার হয়। ফলশ্রুতিতে প্রতারিত আব্দুর রকিব চৌধুরী আদালতে ঐ প্রতারকের বিরুদ্ধে চেক ডিজওনারের মামলা দায়ের করেন। ২০২২ সালের ২৮ নভেম্বর দায়রা ১০২/২০২২ নং মামলায় সুনামগঞ্জ দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক মো.শফিউল আযম,আসামী আলমনূর আখঞ্জিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১৬ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। এরপর থেকেই গত ২ বছর যাবৎ পালিয়ে বেড়াচ্ছেন মানবপাচারকারী আলম নূর আখঞ্জি। জানতে চাইলে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম কামাল হোসেন বলেন,সাজাপ্রাপ্ত আসামী আলম নূর আখঞ্জিকে গ্রেফতারের জন্য হন্য হয়ে খুজে বেড়াচ্ছে পুলিশ।