এদিকে, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার টানা তিনদিন কুমিল্লার, লাকসাম ও নাঙ্গলকোটের বিভিন্ন এলাকা, প্রবল বন্যা কবলিত বুড়িচংয়ের বিভিন্ন জনপদ এবং ফেনীর বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা দিয়েছেন।দুর্গত জনপদে ত্রাণ সহায়তা প্রদানকালে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বানভাসি মানুষের দু:খ দুর্দশায় গভীর বেদনা প্রকাশ করে বলেন, বেদনাভরা মন নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা ত্রাণ সহায়তা নয়, ভালোবাসার সহায়তা নিয়ে এসেছি। আপনাদের মনোবল যাতে দৃঢ় থাকে, সেজন্য পাশে দাঁড়িয়েছি।