মৌলভীবাজারের রাজনগরে বানের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সাদিক হোসেন হৃদয় (১৯) নামের যুবকের মৃতদেহ ৩৩ ঘন্টা পর উদ্ধার করেছে রাজনগর ফায়ার সার্ভিস।
শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে রাজনগর ফায়ার স্টেশনের কর্মীরা ময়নার দোকানের পাশে মনু নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বানের পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে এমন খবরে জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের শৌখিন মাছ শিকারি সোনাহর মিয়া তার ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামক স্থানে মাছ ধরতে আসেন। পরে ওই স্থানে মাছ ধরা শুরু করে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন । পরে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
রাজনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এ জাতীয় আরো খবর ....